সোমবার, ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

উত্তেজিত জনতার হাত থেকে কিশোরকে উদ্ধার করলেন এক সাহসী বিচারক

নিজস্ব প্রতিবেদক:
৩ ঘণ্টা আগে

মানবিকতা ও সাহসিকতার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রামের সাতকানিয়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ শাহীন সিরাজ। জনতার উত্তেজিত ভিড়ের মধ্যে পকেটমার সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার চেষ্টা চলছিল, ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন এই বিচারক।

ঘটনাটি ঘটে চট্টগ্রামের জিইসি সংলগ্ন পেনিনসুলা হোটেলের সামনের সড়কে। পকেটমারের অভিযোগে শতাধিক উত্তেজিত জনতা এক কিশোরকে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে থাকে। আশপাশের কেউ এগিয়ে না এলে, একপর্যায়ে ছেলেটির জীবন বিপন্ন হয়ে পড়ে। ঠিক তখনই সামনে এগিয়ে আসেন বিচারক শাহীন সিরাজ।

উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করতে গিয়ে নিজেই জনরোষে পড়েন তিনি। এমনকি কেউ কেউ তাঁকে ছেলেটির সহযোগী বলেও সন্দেহ প্রকাশ করে। তবে দমে যাননি তিনি। নিজেকে বিচারক পরিচয় দিয়ে বারবার অনুরোধ করেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে। তাঁর মানবিক প্রচেষ্টায় শেষমেশ কিশোরটির প্রাণ রক্ষা পায়।

প্রায় ২০ মিনিটের সাহসিক ও ধৈর্যের এক অসাধারণ নজির স্থাপন করে, শাহীন সিরাজ সেই কিশোরকে জনতার হাত থেকে উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার পর শাহীন সিরাজ বলেন, “একজন মানুষ অপরাধ করলেও তার বিচার হোক আইনের মাধ্যমে। পথে-ঘাটে বিচার করে জীবন কেড়ে নেওয়ার অধিকার আমাদের কারো নেই।”

এই ঘটনা শুধু একটি জীবন রক্ষার গল্প নয়, এটি এক উত্তাল সময়ে আইনের শাসন ও মানবিকতার অনন্য উদাহরণ। বিচারক শাহীন সিরাজ আজ প্রমাণ করলেন, একজন বিচারক শুধু আইনের রক্ষক নন, তিনি একজন মানবিক মানুষও।

দেশের বিচার ব্যবস্থায় এমন সাহসী ও মানবিক মানুষের উপস্থিতি নিঃসন্দেহে আমাদের জন্য এক আশার আলো।

সুবর্ণচরে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, ২৬টি অবৈধ দোকান উচ্ছেদ

আপনার মতামত লিখুন